প্রধান শিক্ষকের বাণী

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্ঠা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্ঠায় চাঁপাইনবাবগঞ্জ শহরের অদুরে ইসলামপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে ১৯৫০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান চাটাইডুবী উচ্চ বিদ‌্যালয়। এই প্রতিষ্ঠানের উদ্দেশ‌্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুযোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসাবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি ৭৩ বছর পেরিয়ে শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলেছে এবং সব শ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান  হিসাবে এলাকায় সুনাম অর্জন করে চলেছে। প্রতি বছর শিক্ষাবোর্ড পরীক্ষায় ফলাফলে অত্র অঞ্চলে শ্রেষ্ঠত্বের দবিদার অত্র বিদ‌্যালয়টি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রতিযোগীতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়ে আসছে। আমি উত্তরোত্তর এই প্রতিষ্ঠানটির আরও উন্নতি কামনা করছি।